ভোক্তা অধিকার আইনে চট্টগ্রামের ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

১২৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসীসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং জেলাকার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন। এ সময় ৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১ লাখ ৪ হাজার টাকা জরিমানাসহ একটি বেকারীকে সিলগালা করা হয়। এদিকে, জুবলী রোড় এবং দামপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদউত্তীর্ণ বাসি খাবার বিক্রির দায়ে দুই রেস্তোরাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like