মগবাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আলমগীর বলেন, মগবাজার ওয়ারলেস গেট এলাকায় রেল লাইনের উপর বসে ছিলেন ওই ব্যক্তি। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। যদিও এটা জিআরপি পুলিশের মধ্যে পড়েছে। তবে আমরা শুধু দায়িত্ব পালন করেছি। বিষয়টি জিআরপি পুলিশ দেখবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।