মঙ্গল আর শান্তি কামনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালন

১২৭

সবার মঙ্গল আর শান্তি কামনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার গির্জা ও উপাসনালয়ে প্রার্থনা মধ্য দিয়ে নানা অনুষ্ঠান শুরু হয়।

ভোর সাড়ে ৬টায় তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জায় প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয়। একইভাবে কাকরাইল, মণিপুরীপাড়া, বারিধারা, মগবাজার সহ বিভিন্ন ক্যাথলিক ও প্রোটেন্ট্যান্ট গির্জা ও ধর্মীয় উপাসনালয়ে চলছে আরাধনা। সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে ন্যায়ের পথের বাণীতে শুরু হয় এসব প্রার্থনা। এর আগে ভোর থেকেই প্রার্থনায় যোগ দিতে বিভিন্ন গির্জায় মানুষের ঢল নামে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like