মতিঝিলে ১৪ দলের সমাবেশ আগামীকাল
আগামীকাল বুধবার ১৪ দলের সমাবেশ। দুপুর দুইটায় মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ১৪ দলের অন্য শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেবেন।
বিএনপির মিথ্যাচার এবং বিভিন্ন অপশক্তির নির্বাচন বানচালের চক্রান্তের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওয়ার্কাস পার্টির সভাপতি এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সমাবেশে সভাপতিত্ব করবেন।
এদিকে, আগামীকালের সমাবেশ সফল করতে আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান সড়কগুলোতে মাইকিং করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি