মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যারা
আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভায় রদবদল হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারে অনেক নতুন ও তরুণ সদস্যা। আর পুরনোদের অনেকে বাদও পড়তে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এরই মধ্যে আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জুনায়েদ আহমেদ পলক, আ হ ম মোস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, বীর বাহাদুর, গোলাম দস্তগীর গাজী, ড. রাজ্জাক, এম এ মান্নান, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফোন পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন ৪৬ জন। এর মধ্যে নতুন সদস্য থাকতে পারেন ৩১ জন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি