ময়মনসিংহ ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহের ত্রিশালে ব্যবসায়ী ইয়াসিন আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
শনিবার সকালে উপজেলার ধানীখোলা কাটাখালী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য গত ২৭ জুলাই দিনদুপুরে ইয়াসিনকে কুপিয়ে জখম করলে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হলেও কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি।