মরা গাঙের মত বিএনপির আন্দোলনেও জোয়ার আসবে না:কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য, তিনিই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। দলের সবার কাজকর্মের তথ্য, দলীয় সভানেত্রীর কাছে রয়েছে।
কুমিল্লার ইলিয়টগঞ্জে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মরা গাঙে যেমন জোয়ার আসে না, তেমনি বিএনপির আন্দোলনেও জোয়ার আসবে না।
এ সময় দলীয় নেতাকর্মীদের কোনো ধরণের কোন্দলে না জড়াতে আহবান জানান সেতুমন্ত্রী। দুদিনের সফরে কুমিল্লার ইলিয়টগঞ্জ, টাউন হল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ও সীতাকুন্ডে সভা করবেন আওয়ামী লীগের নেতারা।
আগামীকাল চট্টগ্রামের কর্ণফুলী, লোহাগাড়া, কক্সবাজারের চকোরিয়া বাসস্ট্যান্ড, রামু ঈদগা মাঠে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি