মশার উপদ্রব নিয়ন্ত্রণে ডিএনসিসির সপ্তাহব্যাপী কর্মসূচি

কিউলেক্স মশার উপদ্রব নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল থেকেি উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে এই অভিযান।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান জানান, সপ্তাহব্যাপী এই অভিযানে কিউলেক্স মশা পুরোপুরি নিধন না করা গেলেও সহনীয় পর্যায়ে আনা হবে। খাল, ড্রেনসহ সব হটস্পটে কীটনাশক ছিটানো হবে বলেও জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এক প্রশ্নের জবাবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এডিস মশার প্রজনন মৌসুমকে সামনে রেখে এখন থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এডিস মশার মৌসুম এপ্রিল মাস থেকে শুরু হবে। আর এখন কিন্তু কিউলেক্স মশার মৌসুম চলছে। তাই দুটির এই সন্ধিক্ষণে আমরা একটা অভিযান করছি যেটাতে কিউলেক্স এবং এডিস মশা দুটোকেই আমরা ধ্বংস করতে পারি।

You might also like