মশার ওষুধ কর্যকর কিনা জানতে ঢাকায় প্রতিনিধি পাঠাচ্ছেন চসিক মেয়র
ঢাকায় মশা নিধনে ব্যবহৃত ওষুধ কর্যকর হচ্ছে কিনা তা জানতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে, নগরীর নতুন চাদগাঁও মোড় এলাকায় সিটি করপোরেশনের মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির একশো দিনের ক্রাস কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় রেজাউল করিম চৌধুরী আরো বলেন, মশার বিস্তার যাতে না ঘটে তার জন্য নালা নর্দমা পরিষ্কার রাখার কাজ করবে করপোরেশন। আগামী রবিবার করপোরেশনের একটি দল ঢাকায় ব্যবহৃত মশার ওষুধ সম্পর্কে জানতে সেখানে যাবে।