মশা নিধনে কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

৯৫

মশা নিধনে কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে। সরকার ডেঙ্গু সমস্যাকে সিরিয়াসলি নিয়ে এই সমস্যা মোকাবিলায় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like