মহেশখালীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা চালিয়াতলী থেকে বিদেশী পিস্তলসহ মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কালারমারছড়া পুলিশ ফাঁড়ী।
গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার কালারমারছড়া উত্তরনলবিলার -চালিয়াতলী এলাকা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর আইসি কিশোর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম।
আটক হেলাল উদ্দিন চালিয়াতলী গ্রামের নুরু প্রকাশ নুরুর ছেলে।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ এস আই কিশোর বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে উপজেলার কালারমারছড়া চালিয়াতলী এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান নিচ্ছে বলে খবর পায়।
পরে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিদেশী পিস্তলসহ তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। এ ঘটনায় আজ বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি