মহেশখালীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আটক ৩
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে শাহরিয়া শামু নামে অপর ভাই নিহত হয়েছেন।
আজ (সোমবার) সকালে উপজেলার গোরকঘাটা সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় নিহত ব্যক্তির অপর তিন ভাইকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাস চন্দ্র ধর জানান, বসতভিটার জায়গা বণ্টন নিয়ে সিকদারপাড়ার সমদ ভূঁইয়ার ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে শামুর উপর অন্য ভাইয়েরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ভাইদের ছুরিকাঘাতে শামু আহত হয়।
পরে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি