মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

১৭

ময়মনসিংহে নিজের ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মালিক নজরুল ইসলামের (৫৫)। শনিবার সকালে নগরীর ৩১ নং ওয়ার্ডে খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বাড়ির পাশে ফিসারিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরতে যান নজরুল ইসলাম ও তার ছেলে মো. সায়েম।

এ সময় বৈদ্যুতিক পাম্পে সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ‍্যুতায়িত হন নজরুল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ফলে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

You might also like