মাটিরাঙ্গায় বিজিবি’র সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি’র সংঘর্ষে এক বিজিবি সদস্য ও একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মো. সাহাব মিয়া সকালে তার নিজ বাগান থেকে বেশ কিছু গাছ কাটেন।
গাছগুলো গাড়িতে করে ইটভাটায় নেয়ার সময় সেগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করেন। এ সময় পুরো এলাকাবাসী সমবেত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করেন।
এক পর্যায়ে এলাকাবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে এক বিজিবি সদস্যসহ ৪ জন মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর দু’জনকে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি