মাটিরাঙ্গা সেনা জোন সদরে নিরাপত্তা সম্মেলন
৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন সদরে স্থানীয়দের নিয়ে মাসিক নিরাপত্তা সম্মেলন হয়েছে।
সোমবার সকালে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা সেনা জোন সিকিউরিটি অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল। তিনি বলেন, গুজবে কান দিয়ে কেউ অতি উৎসাহিত হয়ে নিরীহ মানুষের জানমালের ক্ষতি করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। এসময় গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র সামছুল হক সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি