মাতুইল আরা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত

১২০

মেয়াদ উওীর্ন খাদ্য সামগ্রী বিক্রিরি দায়ে রাজধানীর কদমতলীর মাতুইল আরা ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। কারখানা থেকে বিপুল পরিমান মেয়াদ উওীর্ন জুস, চকলেট, বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করেন তারা। এসময় কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। জরিমানা আনাদায় আরো ৬ মাসের কারাদন্ডেরো আদেশ দেয়া হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like