মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪৪১

নানা আয়োজনে নাটোরে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষে সকালে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এদিকে, বিভিন্ন কর্মসূচিতে একই দিবস পালিত হলো মাদারীপুরে। এ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মাদকের বিরুদ্ধে সোচ্ছার হয়ে সকলে মিলে এক সঙ্গে কাজ করার প্রতিজ্ঞা করেন।

এছাড়াও, জেলার কালকিনিতেও দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়।

মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like