মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১০৫

৪০

নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২৩ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৫২৭৯ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম ৮০ পুরিয়া হেরোইন, ১৯ কেজি ৯০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ১ বোতল দেশিমদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯ টি মামলা হয়েছে।

You might also like