মাদক ব্যাবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যাবসায়ী নিহত

৯৫

আধিপত্য বিস্তার ও মাদক ভাগাভাগি জের ধরে মেহেরপুরে দুইদল মাদক ব্যাবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে।

সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে গোভিপুর গ্রামে দু’দল মাদক ব্যাবসায়ীদের মধ্য গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছালে, মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুলের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহত হামিদুলের নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like