মাদারীপুরের চার উপজেলায় বিত্র ঈদ-উল-আযহা উদযাপন

১৫৩

প্রতিবারের মত এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করছে মাদারীপুরের চার উপজেলার ৫০ হাজার মানুষ।

জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল হাশেম ফকির। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর মাদারীপুরেও ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন।

সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা ১৪৭ বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ-উল-আযহা পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজয়টিভি/ নিউজ ডেস্ক

You might also like