মাদারীপুরের ১৫টি বানর হত্যার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
মাদারীপুরের চরমুগরিয়ায় ১৫টি বানর হত্যার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার নাজীমকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে মাদারীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এ কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ৫ মে মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের চরমুগরিয়ার মধ্যখাগদি এলাকায় খাবারের সাথে বিষ মিশিয়ে ১৫টি বানর হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর মডেল থানায় দুটি মামলা দায়ের করে বন বিভাগ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি