মাদারীপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

৭৯

মাদারীপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তে রোগীর সংখ্যা। জেলার সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন আরো ১০ জন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপে অন্য রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। ঈদে আরো চাপ বাড়ার আশঙ্কা করছেন তারা। জেলায় ইতিমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সাধ্য মতো চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। যাদের শারীরিক অবস্থা বেশি খারাপ, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like