মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটির অভিষেক

১১০

মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটির অভিষেক হয়েছে।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর চেয়ারম্যান ড.ফরিদ উদ্দীন ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরীন আখতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলরের সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ সংগঠনের নেতারা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like