মানিকগঞ্জে ৭ জনের জেল-জরিমানা, ৫০ হাজার মিটার জাল ধ্বংস

১০৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে ৭ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তাৎক্ষণিক ৪ জনকে এক বছর করে কারাদণ্ড ও অপর ৩ জনকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ৫-৬ কেজি ইলিশ স্থানীয় আবাসিক মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযানে মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ, আনসার সদস্য সার্বিক সহযোগিতা করেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like