মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাই পালিত

৩১৩

মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাই। আর জলকেলি এ উৎসবের প্রধান অনুষঙ্গ। এ জলকেলিতে দিনভর মাতোয়ারা থাকেন বান্দরবানের মারমা শিশু-কিশোর, তরুণ-তরুণীরা।

সাংগ্রাই উৎসবের পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নেন তারা। জলকেলি উৎসবে ছোট-বড় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ-তরুণীরা। বিকেলে স্থানীয় রাজারমাঠে জলকেলিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের গায়ে পানি ঢেলে মৈত্রী পানিবর্ষণ প্রতিযোগিতার উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।

জলকেলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সহ অনেকে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like