মারা গেছেন তামিম ইকবালের চাচা আকবর খান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে আকবরের বয়স হয়েছিল ৪৫ বছর।
ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে আকরাব খান বলেন, ‘রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অনেকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়। বাদ আসর জানাজার পর আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
আজ (বৃহস্পতিবার) বাদ আসর চট্টগ্রামের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য আকবর খান। তিনি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের চাচা।