মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে আটক করেছে।

বুধবার দেশটির কুয়ালালামপুরের আম্পাং এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেল হত্যা মামলায় এম খায়রুজ্জামানকে খালাসপ্রাপ্ত আসামি। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়। তবে, ২০০৩ সালে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে খায়রুজ্জামানকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার, তাকে ওই পদ থেকে সরিয়ে দেশে ফিরতে বলে। বাতিল করা হয় তার বাংলাদেশি পাসপোর্ট। এরপর তিনি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে যান এবং মালয়েশিয়ায় থাকার জন্য জন্য একটি পরিচয়পত্র পান বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে, মালয়েশিয়ায় অবৈধভাবে থাকার দায়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

You might also like