মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে অভিযান, জরিমানা
রাজধানীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ (২৬ নভেম্বর) উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড, রাজউক কমার্শিয়াল ও উত্তরা রাজলক্ষী কমপ্লেক্সে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও জুলকার নাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় কয়েকজনকে ১শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এদিকে, যে কোনও সেবা পেতে মাস্ক পরিধান বাধ্যতামূলক উল্লেখ করে তারা জানান, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা নিশ্চিত করতে শিগগির আরও কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি