মা ও ছোট ছেলেসহ তিনজনকে হত্যা করল বড় ছেলে

৩৮৩

পাবনার বেড়ায় মা, ছোট ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ছেলে তুহিন পলাতক।

গেলরাতে নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্ম গ্রামে এ ঘটনা। নিহতরা হলেন পুলি খাতুন, তুষার ও নছিমন খাতুন। পারিবারিক বিরোধ বা মানসিক ভারসাম্য হারানোয় এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like