মিন্নির জবানবন্দি প্রত্যাহার চেয়ে আবেদন

১৪৬

বরগুনায় রিফাত হত্যার দায় স্বীকার করে মিন্নির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন আদালতে জমা দেয়া হয়েছে।

বুধবার সকালে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এসে পৌঁছায়। মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানান, গত ১৯ জুলাই রিফাত হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় মিন্নি। পরে কারাগারে মিন্নি তার বাবাকে জানায়, পুলিশ তাকে রিমান্ডে মারধর করে জোড় পূর্বক জবানবন্দি দিতে বাধ্য করেছে। পরে মিন্নি কারাগারে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে, তার আবেদন কারাগার থেকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like