মিরপুরে মধ্যরাতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৭

৫৭

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দগ্ধ হয়েছেন অন্তত সাতজন।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, রওশনারা বেগম (৭০), শফিকুল ইসলাম (৩৫), রিনা বেগম (৫০), নাজনীন আক্তার (২৫), নওশীন (৫),রেনু বেগম (৩৫) ও সাজ্জাদ হোসেন (৩০)।এদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ রওশন আরা বেগমের ছেলে রফিকুল ইসলাম জানান, তাদের ছয়তলা নিজেদের বাড়ি। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল। দুইদিন আগে লিকেজ মেরামত করা হয়। কিন্তু পরে রাত ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

You might also like