মিরপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
রাজধানীর মিরপুর ১৪নং মোড় থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ফাহিম সরকার ওরফে শান্ত নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ফাহিমের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
ওসি হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মিরপুরের ১৪নং মোড়ের মানিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেফতারের বিরুদ্ধে কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।