মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর: সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী

১১৪

মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে সেনাসদরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এর আগে, ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধানরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like