মুক্তিযোদ্ধাদের স্থগিত ভাতা পুনঃরায় চালুর দাবি

১১৬

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের স্থগিত ভাতা পুনঃরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-জেলা সংগঠন এ আয়োজন করে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার মানিক কুমার ঘোষ। এসময় জেলা ব্যাপী ‘গ’ শ্রেণির ২৯৬ জন প্রকৃত মুক্তিযোদ্ধার স্থগিত ভাতা পুনঃরায় চালুর দাবি জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের ডেপুটি কমান্ডার ইকবাল মাসুদ, মুক্তিযোদ্ধা সাইদুর রহমানসহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like