মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিনের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর শোক
মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়াজ উদ্দিন খান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুনের বাবা।
শুক্রবার প্রথম প্রহরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কে এম শাখাওয়াত মুন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাবা মারা যান। তার করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি