মুক্তি পাচ্ছেনা সুজন বড়ুয়ার সিনেমা বান্ধব

১২৭

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও নির্মাতা সুজন বড়ুয়ার সিনেমা বান্ধব মুক্তির কথা ছিল ২০ মার্চ। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে নতুন এই ছবিটিও আর মুক্তি পাচ্ছে না। এমনটাই নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা সংস্থা।

বান্ধব ছবিটি বাণিজ্যিক ঘটনার ছবি নয়। একটু ভিন্নধারার। সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ২০টির মত হলে মুক্তি পাবার কথা ছিল ছবিটির। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবীন অভিনেত্রী মৌ খান।

তবে নতুন খবর হল, ছবিটি মুক্তি পাবে দুই ঈদের মাঝামাঝি সময়ে। এমনটাই নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ কুমার বড়ুয়া।

ছবিটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজসহ অনেকে।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like