মুজিববর্ষ নিয়ে রাজনীতি হীনমন্যতার পরিচয় : নাসিম
মুজিববর্ষ নিয়ে রাজনীতি হীনমন্যতার পরিচয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ (শুক্রবার) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি এলাকায় নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, মুজিববর্ষ পালন না করা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় বহন করে।
এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সুযোগ পাওয়া বাঙ্গালির জীবনে বড়ই সৌভাগ্যের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলামসহ অনেকে। পরে বিকেলে তিনি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণকাজ পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি