মুন্সিগঞ্জ স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেফতার ৮

মুন্সিগঞ্জ সদরের চিতলিয়া গ্রামের দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৭ জন ডাকাত ও এক স্বর্ণ ক্রয়কারী দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার আব্দুল মোমেন। রোববার সারাদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-শরিয়তপুর জেলার জাজিরা থানার সোনার দেউল গ্রামের মৃত মোসলের ছেলে মোঃ সাব্বির ওরফে হাত কাটা স্বপন(৪৯), মাদারীপুরের শিবচর থানার চর চান্দা কাঁঠাল বাড়ির চর গ্রামের আরব আলী হাওলদারের ছেলে আরিফ হাওলাদার(২৫), চাঁদপুর গ্রামের মতলন উত্তর থানার দূর্গাপুর গ্রামের মৃত বাহর আলী প্রধানের ছেলে মোহাম্মদ আলী(৪০), শরিয়তপুর জেলার নড়িয়া থানার রাজারিশ্বা গ্রামের মোঃ জুলমত আলী মোল্লার ছেলে মোঃ বিল্লাল মোল্লা(৩০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর বিথুরবন্দর গ্রামের মৃত অলি আহম্মেদ বেপারির ছেলেমোঃ আনোয়ার হোসেন(৩২), মাদারীপুরের শিবচর থানার হাওলাদার কান্দি গ্রামের আঃ রব মিয়া খাঁ এর ছেলে মোঃ ফারুক খাঁ(২১), শরিয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম নওপাড়া গ্রামের মৃত আসমত কবিরাজের ছেলে মোঃ আফজাল হোসেন(৪৭), শরিয়তপুর জেলার ডামুড্যা থানার বাহের চর গ্রামের মোঃ ইদ্রিস বেপারীর ছেলে এবং স্বর্ণক্রয়কারী দোকানদার মোঃ আক্তার হোসেন(৩২)।

মুন্সিগঞ্জের মাওয়া, মাদারীপুরের শিবচর, শরিয়তপুরের জাজিরা, ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, কামরাঙ্গীরচর, কেরাণীগঞ্জ, বাবুবাজার, তাতিবাজার ও নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে ব্যবহৃত স্পিডবোট, ৬৯ ভড়ি স্বর্ণ, অস্ত্র-গুলিসহ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর রাত ২টায় চিতলিয়া বাজারে অজ্ঞাতনামা ১৮-২০ জন ডাকাতদল ‘নিখিল বণিক স্বর্ণ শিল্পালয়’ ও ‘মনুনাগ স্বর্ণ শিল্পালয়’ দোকানের তালা কেটে ১০০ ভড়ি ১৫ আনা স্বর্ণ, যার মুল্য ৫০ লাখ ছয় হাজার ৫০০ টাকা, ৪টি মোবাইল সেট এবং নগদ ৩৫ লাখ টাকা ডাকাতি করে।

You might also like