মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মাকে বাঁচাতে যাত্রীবাহী লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে মোহাম্মদ নাঈম নামের একজন নিখোঁজ হয়েছেন।

দুপুরে, মুন্সীগঞ্জ গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়ায় নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, ছেলের সাথে অভিমান করে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাপ দেন জামেরুন বেগম।

এসময় মাকে বাঁচাতে ছেলে নাঈমও নদীতে ঝাঁপ দেয়। পরে সাঁতরে মা জামেরুন বেগম তীরে উঠে আসতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন তার ছেলে মোহাম্মদ নাঈম। এঘটনায় উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোষ্টগাডের সদস্যরা।