মুন্সীগঞ্জে অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই নারী নিহত

১৭

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর বালিগাও এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নারীদের সঙ্গে থাকা আড়াই বছরের এক শিশু আহত হন।

টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা শোয়েব আলী এ খবর নিশ্চিত করেন।

শোয়েব আলী বলেন, মাওয়াগামী একটি অটোরিকশা বালিগাও বাজারের আগে সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হন। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে সিএনজিচালিত অটোরিকশা চালক পালিয়ে গেছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে আছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।