মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন ও মিরাজ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে আলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লেগে পড়ে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় জাকির হোসেনে এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মিরাজ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি