মুভি রিভিউঃ ইন্দুবালা ভাতের হোটেল
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া “ইন্দুবালা ভাতের হোটেল” সিরিজের মাধ্যমে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নাম লেখালেন ওটিটি প্লাটফর্মের খাতায়। এ যাবৎ মুক্তি পাওয়া এই সিরিজের চারটি এপিসোডই পেয়েছে দর্শকদের প্রাণঢালা ভালোবাসা এবং অফুরন্ত প্রশংসা।
পরিচালক দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজটিতে শুভশ্রী গাঙ্গুলী ছিলেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ওয়েব সিরিজটি দেখার আগেই তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা আর সমালোচনার শেষ ছিল না। অনেকেই ভেবেছিলেন ইন্দুবালা ভাতের হোটেলে কোনো কমার্শিয়াল সিনেমার নায়িকাকে মানাবে না। অথচ চলতি বছর সিরিজটি মুক্তি পাওয়ার পর দেখা গেল তরুণী কিংবা বৃদ্ধা ইন্দুবালা চরিত্রের সাথে শুভশ্রী গাঙ্গুলী নিজেকে খুব ভালোভাবেই খাপ খাইয়েছেন।
ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে সেই স্নিগ্ধ তরুণী বা মায়াবী বৃদ্ধা চরিত্রের ইন্দুবালার হাত ধরেই আপনি পরিচিত হয়ে উঠবেন লছমী, ইন্দুবালার ঠাকুরমা কিংবা সঞ্চারীর সাথে। ইন্দুবালার যাপিত জীবনের অতীত ও বর্তমান সময়, জীবন্ত হয়ে ধরা দেবে আপনার কাছে। মূলতঃ ইন্দুবালাই আপনাকে গল্পের আদি ও অন্তে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। তাইতো ওয়েব সিরিজটি দেখার সময় আপনি কখনও হাসবেন, কখনও কাঁদবেন আবার কখনও ইন্দুবালা ভাতের হোটেলে এক গ্রাস খাবার খেতে ব্যাকুল হয়ে উঠবেন।
ইন্দুবালা ওয়েব সিরিজটি কিন্তু শুধু ভারতের পশ্চিমবঙ্গের নয়, বরং এই গল্প আমাদের বাংলাদেশের খুলনা জেলার কলাপোতা গ্রামেরও। খুলনার কলাপোতা থেকে কিভাবে ইন্দুবালা কলকাতার ছেনু মিত্তির লেনে গিয়ে উঠলো, কিভাবে তার জীবন এত ঘটনাবহুলতায় নানা দিকে মোড় নিলো সেই গল্পই উঠে এসেছে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে। ইন্দুবালার জাদুকরী হাতের তৈরি গরম ভাত, আমতেল আর কচুবাটায় দর্শক খুঁজে পাবেন দেশভাগের আখ্যান কিংবা অভাগিনী নিচুজাতের লছমির গল্প।
ওয়েব সিরিজটির শুধু চিত্রনাট্য নয়, বরং মিজিক কম্পোজিশনেও ছিল মুনশীয়ানার ছাপ। অমিত চ্যাটার্জীর সঙ্গীত পরিচালনায় ইক্ষিতা মুখার্জী ও ইমন চক্রবর্তীর কন্ঠের গানে কাহিনি গুলো সুচারুভাবে গতিময়তা পেয়েছে।
শুভশ্রী গাঙ্গুলি ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন স্নেহা চ্যাটার্জী, পারিজাত চৌধুরী, প্রতিক দত্ত, অঙ্গনা রয়, দেবপ্রীতম দাশগুপ্ত, মিঠু চক্রবর্তী, সুহোত্রা মুখোপাধ্যায়, তীর্থঙ্কর চক্রবর্তী, রাহুল ব্যনার্জি সহ আরোও অনেকে। যদিও অভিনয়ের ক্ষেত্রে তারা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চটাই দিয়েছেন, তবে এখানে কমার্শিয়াল গ্লামারের আস্তরন ভেঙে শুভশ্রী গাঙ্গুলি নিজেকে যেভাবে প্রকাশ করেছেন তা অনেককেই চমকে দেবে।
কল্লোল লাহিড়ির লেখা “ইন্দুবালা ভাতের হোটেল” বইকে উপজীব্য করে বানানো এই ওয়েব সিরিজটি আপনি দেখে নিতে পারবেন হইচই-এ। । তাই যারা আগেই পড়ে নিয়েছেন গল্প তারা এই ওয়েব সিরিজের মাধ্যমে আবার নিঃসন্দেহে জীবন্তভাবে আবিষ্কার করতে পারবেন বইয়ের পাতার চেনা চরিত্রগুলো ।