মৃত্যুর তিন বছর পর পৃথ্বীরাজের সংগীতায়োজনে শেষ গান
গেল বছরে ২৪ ডিসেম্বর মুক্তি কথা ছিল ইমন-মম ও সূচনা আজাদ অভিনীত সিনেমা ‘আগামীকাল’। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ।
এবার মৃত্যুর প্রায় তিন বছর পর সম্প্রতি মুক্তি পেলো পৃথ্বীরাজের সংগীতায়োজনে একটি গানচিত্র। মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আগামীকাল’-এর জন্য এই কাজ করেছেন পৃথ্বীরাজ।
২০১৯ সালের ১৫ ডিসেম্বর মারা যান তরুণ এই গায়ক-সুরকার-নির্মাতা৷ গানচিত্রটি একটি জনপ্রিয় রবীন্দ্রসংগীত নিয়ে। নাম ‘হৃদয়ের একূল ওকূল’।
মৃত্যুর কিছুদিন আগে গানটির সংগীতায়োজন করেছিলেন পৃথ্বীরাজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জানে ইশরাত। পর্দায় এই গানের সঙ্গে অভিনয় করেছেন মামনুন ইমন ও সূচনা আজাদ।
গানটি নতুন সংগীতায়োজনে পৃথ্বীরাজ তৈরি করেছেন অঞ্জন আইচের মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আগামীকাল’-এর জন্য। ‘আগামীকাল’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ মার্চ।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত সিনেমাতে ইমন-মম-সূচনা ছাড়াও আরো অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, টুটুল চৌধুরী, তারিক স্বপনসহ অনেকেই।