প্রতিবন্ধিদের পাশে দাড়ালেন লায়লা আরজুমান বানু শিলা

৩৩৯

প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের পত্মী লায়লা আরজুমান বানু শিলা আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।

গাংনী উপজেলা শহরের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে পোড়াপাড়া নামক স্থানে বঙ্গমাতার নামে প্রতিবন্ধী বিদ্যালয়টি স্থাপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মদন, সাবেক কাউন্সিলর সামসুদ্দীন শেখ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, আবুল বাসার ও শেখ লুইচসহ শিক্ষকবৃন্দ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like