মেহেরপুরের গাংনীতে বিধবার লাশ উদ্ধার

৯১

নিখোঁজের চার মাস পর বিধবা নার্গিস বেগম (৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে ওই নারীর প্রতিবেশী আবুল বাসারের বাড়ির সেপটিক ট্যাংকির ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নার্গিস খাতুন সাহেবনগর গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।

পুর্ব বিরোধের জের ধরে তাকে খুন করে লাশ গুম করা হয়েছে মর্মে থানায় অভিযোগ করেন নার্গিসের পরিবারের সদস্যরা। এর জের ধরে তিন দিন আগে নার্গিসের প্রতিবেশী আবুল বাসারকে আটক করে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার ফরজ নামের আরো একজনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ফরজ নার্গিসের হত্যা ও তার লাশের অবস্থান নিশ্চিত করলে পুলিশ লাশ উদ্ধার করে।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ফরজের স্বীকারোক্তির বাশারের বাড়ির আঙ্গিনার সেপটিক ট্যাংকের ভেতর থেকে নার্গিসের মরদেহের হাড়গোড় ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। ভেতরে থাকা শাড়ী থেকে নার্গিসের পরিবার মরদেহের পরিচয় নিশ্চিত করেন। মরদেহ ময়না তদন্ত ও ফরেনসিক ল্যাবে ডিএনও পরীক্ষার জন্য প্রেরণ করা হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like