মেহেরপুরের ভাষা সৈনিক নজীর হোসেন বিশ্বাস আর নেই

৮৫

মেহেরপুরের ভাষা সৈনিক নজীর হোসেন বিশ্বাস আর নেই।

আজ (শনিবার) দুপুর একটার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি মস্তিস্কের পক্ষাঘাত ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামন খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like