মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলফাজ আলী (৫৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ (এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
আলফাজ একই গ্রামের হঠাৎপাড়া এলাকার মৃত হাইয়াৎ আলীর ছেলে।
জানা গেছে, ওই গ্রামের হাফিজুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন আলফাজ। কাজের একপর্যায়ে ঘরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের লিকের সঙ্গে অসাবধনতাবশত ম্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।