ক্যান্সারের নেতৃত্ব দিলেন সিভিল সার্জন শামীম আরা নাজনীন

৩৪৫

“আমি আছি, আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন সিভিল সার্জন শামীম আরা নাজনীন।

র‌্যালীটি হাসপাতাল চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এহসাহনুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসসহ হাসপাতালের কর্মকর্তা ও সেবিকারা র‌্যালীতে অংশগ্রহন করে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like