মেহেরপুরে সরকারী পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন

৩৭৪

মেহেরপুরের গাংনীতে সরকারী পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে গাংনী উপজেলার আকুবপুরে সরকারী পাট ক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৭ সংসদ সদস্য সেলিনা আখতার বানু। অনুষ্ঠানে সরকারী মালিকানাধীন খুলনার স্টার জুট মিলস লিমিটেড এর তত্বাবধানে গত বছরের মত এবারো আকুবপুর পাট ক্রয় কেন্দ্রে চাষী ও ব্যবসায়ীদের কাছ থেকে পাটকলের দরে পাট ক্রয় করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার জুটস মিলস লিমিটেডের সহকারী ম্যানেজার ইব্রাহিম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like