মেহেরপুর জেলার ৭টি পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন

১১০

মেহেরপুর জেলায় ৭টি পুলিশ ক্যাম্পের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক ঝটিকা সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)।

বিকেলে গাংনী উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পে নাম ফলক উদ্বোধনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান কর্মসুচী শুরু হয়। পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করেন। এর পরে হেমায়েতপুর, হিন্দা, কষবা ও সদরের বৈকুন্ঠপুর, বলিয়ারপুর ও রামদাসপুর ক্যাম্প ভবন উদ্বোধন করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like